ঢাকা: লা লিগার আসরে শেষ ম্যাচে নিজেদের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গেটাফের বিপক্ষে সব হারানো রিয়ালের হয়ে এ ম্যাচটি হতে পারে দলের কোচ কার্লোস আনচেলত্তির শেষ ম্যাচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত মৌসুমে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে এবং ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছিল রিয়াল। টানা ২২ ম্যাচ জেতা রিয়ালের হঠাৎ ছন্দ-পতনে লা লিগা শিরোপা হাতছাড়া হয়। সঙ্গে ফাইনাল নিশ্চিত করতে পারেনি উয়েফা চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে’র টুর্নামেন্টে।
লা লিগায় দুই নম্বরে থেকে আসর শেষ করতে যাওয়া রিয়ালের হয়ে এ ম্যাচে মাঠে নামবেন না দলের ফরাসি তারকা করিম বেনজেমা। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তিনি।
দলের প্রাণভোমরা খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি বেশ গুরুত্ব বহন করছে। লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৫ গোল করে পিচিচি ট্রফি জয়ের লড়াইয়ে এগিয়ে রোনালদো। দ্বিতীয় অবস্থানে আছেন ৪১ গোল করা লিওনেল মেসি। তাই নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন রোনালদো।
সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে জয়, দুটিতে ড্র আর একটি ম্যাচে হেরেছে রিয়াল। অপরদিকে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে গেটাফে, একটি ম্যাচে ড্র করে তারা। দুই দলের পাঁচবারের মুখোমুখি দেখায় চারবারই জিতেছে রিয়াল আর বাকি ম্যাচটিতে ২০১২ সালে ২-১ গোলে জিতেছিল গেটাফে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এমআর