ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

হকির দল-বদল নিয়ে আবারো হতাশা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মে ২৩, ২০১৫
হকির দল-বদল নিয়ে আবারো হতাশা

ঢাকা: আবারো পিছিয়ে গেল প্রিমিয়ার বিভাগ হকির দল-বদলের সময়। লীগ কমিটির শনিবারের (২৩ মে) সভায় আসন্ন প্রিমিয়ার বিভাগ হকি লীগ ২০১৫ শুরুর জন্য দলবদল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



সভায় মতামত প্রকাশ করা হয় যে, লীগকে আকর্ষণীয় করতে সকল ক্লাবের অংশগ্রহণের বিষয়ে মাননীয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মহোদয় দায়িত্ব নিয়েছেন। তিনি সকল ক্লাবের অংশগ্রহণের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপমন্ত্রীর এ চেষ্টার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আগামী ২৪-২৬ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য দলবদলের তারিখ সাময়িক স্থগীত করা হয়েছে। আগামী ১৪ জুন লীগ কমিটির পরবর্তী সভায় দলবদলের তারিখ পুন:নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে হকি ফেডারেশন থেকে জানানো হয়।

এখনও হকিতে অচলাবস্থা নিরসনের কোন পথ খুঁজে পাচ্ছে না কেউ। বিদ্রোহী ক্লাবগুলোর (মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স, বাংলাদেশ স্পোর্টিং) এখন পর্যন্ত দলগঠনের কোন প্রক্রিয়া শুরুই করেনি। এমনকি গত প্রিমিয়ার লিগে অংশ নেয়া দলগুলোরও আগ্রহ নেই দলবদলে।

বিদ্রোহী দলগুলোর সাফ কথা, 'হকি ফেডারেশনের বর্তমান কমিটির পুনর্গঠন' আর আবাহনী ও ঊষা ক্লাবের কর্মকর্তাদের শর্ত, 'দলবদলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। '

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গত ১৩ মে সব ক্লাবগুলোর সাথে তিনি বসেছিলেন সমাধানের খোঁজে। তবে সমাধান মেলেনি। ঐ বৈঠকে ক্রীড়া উপমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কিছুদিনের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, লোকমান হোসেন ভূঁইয়া, কায়সার সিনহা ও দেওয়ান শফিউল আরেফিন টুটুলদের নিয়ে পরবর্তীতে সভায় বসবেন।

তিনি আশা প্রকাশ করেন, হকি সমস্যা অচিরেই কেটে যাবে এবং সবদলের অংশগ্রহণেই লিগ অনুষ্ঠিত হবে। তবে, শনিবারের সভাতে কোনো কূল-কিনারা না হওয়াতে প্রশ্ন থেকেই যাচ্ছে হকির দল-বদলের।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৩ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।