ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

ভলিবলে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, মে ২৩, ২০১৫
ভলিবলে বাংলাদেশের শুভ সূচনা

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পর্দা উঠলো আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের। শনিবার (২৩ মে) বিকেলে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনীর মধ্য দিয়ে সূচণা হয় এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের।



বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বাকি দেশগুলো হলো আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, তুর্কিমিনিস্তান ও উজবেকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। আগামী ২৮ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

উদ্বোধনী দিনের খেলায় স্বাগতিক বাংলাদেশ শুভ সূচনা করেছে। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশ প্রথম সেটে ২০/২৫ পয়েন্টে পরাজিত হয় এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে বাংলাদেশ ২৫/১৯, ২৫/২১ ও ২৫/২০ পয়েন্টে মালদ্বীপকে পরাজিত করে সরাসরি ৪-১ সেটে জয়লাভ করে।

রোববারের (২৪ মে) খেলায় আফগানিস্থান বিকাল ৩টায় মুখোমুখি হবে উজবেকিস্থানের। আর বিকাল ৫টায় মুখোমুখি হবে কিরগিজস্থান-নেপাল।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।