ঢাকা: ২০০৯ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল বাফুফে অ্যাওয়ার্ড নাইটস। এরপর কেটে গেছে ছয় বছর।
সুরের মূর্ছণায় ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাফুফের বিভিন্ন কার্যকলাপের ওপর ভিত্তি করে ভিডিও প্রদর্শন করা হয়। আর গত ছয় বছরে বাফুফে আয়োজিত বিভিন্ন ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন, রানার্সআপ, সেরা গোলদাতা, ফেয়ার প্লে ট্রফি দেয়া হয়।

২০০৯ সালের প্রিমিয়ার লিগের ফেয়ার প্লে এবং চ্যাম্পিয়ন ট্রফি পায় ঢাকা আবাহনী। ২১ গোল করে সে বছরের সেরা গোলদাতা মনোনিত হন ফরোয়ার্ড এনামুল হক।
গ্রামীনফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১০ এর বেস্ট ইভেন্ট ম্যানেজম্যান্ট দল চট্টগ্রাম আবাহনী। এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার অ্যাওয়ার্ডটি পেয়েছেন মিঠুন চৌধুরী। সেবার তিনি করেছিলেন ১৩ গোল।
২০১০ প্রিমিয়ার লিগের রানার্স আপ দল মুক্তিযোদ্ধা এবং চ্যাম্পিয়ন শেখ জামালকে দেয়া হয় অ্যাওয়ার্ড। ২০১১-১২ মৌসুমে গ্রামীনফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফেয়ার প্লে ট্রফি জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘ, বেস্ট ইভেন্ট ম্যানেজম্যান্ট দল ফেনী সকার, চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং রানার্সআপ মুক্তিযোদ্ধার কর্মকর্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

২০১২-১৩ মৌসুমে পেশাদার লিগের ফেয়ার প্লে ট্রফি জিতেছে বিজেএমসি। সেরা ইভেন্ট ম্যানেজম্যান্টের অ্যাওয়ার্ড পায় মুক্তিযোদ্ধা। আর চ্যাম্পিয়ন শেখ রাসেল এবং রানার্সআপ শেখ জামালের কর্তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ওয়াহেদ আহমেদ। তিনি গোল করেছেন ১৫টি। চ্যাম্পিয়ন শেখ জামাল এবং রানার্সআপ আবাহনীর কর্মকর্তাদের হাতে ট্রফি দেয়া হয়। বেস্ট ইভেন্ট ম্যানেজম্যান্ট দলের পুরস্কার ওঠেছে মোহামেডানের হাতে।

২০১৪ সালে মোস্ট ভ্যালুয়েবল পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন মামুনুল ইসলাম ও ভ্যালুয়েবল নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা খাতুন। সেরা উদীয়মান ফুটবলার পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার।
পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী আঁখি আলমগীর, আরফিন রুমী, কর্নিয়া, সাজিদ ওয়াজেদ। এছাড়া নৃত্য পরিবেশন করেন নিটল শিল্পগোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য শেখ মোঃ মারুফ হাসান, সত্যজিৎ দাস রুপু, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহ-সভাপতি বাদল রায়সহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ২৩ মে ২০১৫
ইয়া/এমআর