ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জাভির বিদায়ী ম্যাচেও মেসির জাদু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩০, মে ২৪, ২০১৫
জাভির বিদায়ী ম্যাচেও মেসির জাদু সংগৃহীত

ঢাকা: নিজের প্রিয় ক্লাবের সঙ্গে বন্ধন ছিন্ন করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বিদায়ী ম্যাচে নামেন জাভি। আর তার বিদায়ী ম্যাচে শিরোপা উপহার দিল মেসি-নেইমাররা।

লা লিগার আসরে এগিয়ে থেকেও ২-২ গোলে দেপোরতিভোর বিপক্ষে ড্র করে চলতি মৌসুমের ইতি টানলো কাতালানরা। সঙ্গে লা লিগার আসর শেষ হলো মেসির জাদুতে।

এক ম্যাচ হাতে রেখে আগেই শিরোপা জেতা বার্সার হাতে শেষ ম্যাচে লা লিগার ট্রফি তুলে দেওয়া হয় ম্যাচ শেষে। ফলে, উৎসবের মাঝেও বার্সার শিবিরে ছিল ৮৯ হাজার দর্শকের সঙ্গে জাভির বিদায়ী কান্না। এ মৌসুমে কাতালানরা চ্যাম্পিয়ন হলেও আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ দুইয়ে থেকে মৌসুম শেষ করে।

লা লিগার শেষ ম্যাচে লুইস এনরিক তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেশনে খেলাতে থাকেন। শুরুর একাদশে মাঠে নামেন ম্যাসিপ, আদ্রিয়ানো, বারত্রা, জেরেমি ম্যাথউ, ভারমায়েলন, জাভি, সার্জিও রবার্তো, রাফিনহা, পেদ্রো, মেসি আর নেইমার। ইনজুরির কারণে ঘরের মাঠে জাভির বিদায়ী ম্যাচে ছিলেন না লুইস এনরিক।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। দেপোরতিভোর জালে বল জড়ান মেসি। রাফিনহার বাঁপাশ থেকে তুলে মারা বলে দুরন্ত গতিতে ছুটে এসে হেড করে গোলটি করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ম্যাচের ১৪তম মিনিটে আবারো দেপোরতিভোর জালে বল জড়ানি মেসি। তবে, নেইমারের অ্যাসিস্ট থেকে মেসির এ গোলটি অফ-সাইটের কারণে বাতিল হয়।

খেলার ১৮তম মিনিটে আবারো মেসির জোড়ালো শট। এবারে অতিথি দলের গোলরক্ষক ফ্যাবরিকো ঝাঁপিয়ে পড়ে রুখে দেন আর্জেন্টাইন তারকার শট। ফিরতি বলে শট নেন পেদ্রো। কিন্তু গোলরক্ষকের গায়ে লেগে গোল থেকে বঞ্চিত হয় বার্সা।

প্রথম থেকেই দেপোরতিভোর ডি-বক্স কেন্দ্রীক খেলা গড়াতে থাকে। একের পর এক আক্রমণে অতিথি দলটির ডিফেন্ডাররা দিশেহারা হয়ে পড়ে। ম্যাচের ৩০ মিনিটে বল পজিশনে ৮১ শতাংশ এগিয়ে ছিল স্বাগতিক বার্সা। বাকি ১৯ শতাংশ বল পায়ে রেখেছিল দেপোরতিভো।

৪৩ মিনিটের মাথায় নেইমার একটি বল বানিয়ে দিয়েছিলেন জাভিকে। গোলবার লক্ষ্য করে শটও নেন তিনি। তবে, তার জোরালো শটটি প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে বেরিয়ে যায়।

মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর বেশ ধীরেই এগিয়ে চলে বার্সার ফুটবলাররা। নিজেদের পায়ে বল রেখেই মেসি-নেইমাররা ম্যাচের নিয়ন্ত্রন ধরে রাখে। খেলার ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে কাতালানরা। এবারো গোলদাতা মেসি। ব্রাজিল অধিনায়ক নেইমারের বাঁপায়ের পাস থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। এগিয়ে আসা গোলরক্ষককে একা পেয়েও নেইমার বল বাড়িয়ে দেন মেসিকে। আর অতিথি দলটির গোলরক্ষককে ধোঁকা দিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।

ম্যাচের ৬৭তম মিনিটে আতিথ্য নেওয়া দলটির হয়ে ব্যবধান কমান লুকাস। তার নেওয়া জোরালো শটটি ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেন নি বার্সার গোলরক্ষক ম্যাসিপ। ৭৫ মিনিটে নেইমারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরই জমে উঠে ম্যাচটি।

৭৬ মিনিটের মাথায় সমতায় ফেরে দেপোরতিভো। বার্সার ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নিলে কাতালানদের ডিফেন্সে দুইবার বাধা পেয়ে বল ফিরে আসে। পরের বার ফিরতি বলে শট নেন সালোমাও। আর তাতেই বার্সার জালে বল জড়িয়ে যায়।

৮৬ মিনিটের মাথায় ৮৯ হাজার দর্শক, মাঠের খেলোয়াড় আর কোচিং স্টাফদের করতালিতে ক্যাম্প ন্যু মেতে উঠে। ঘরের মাঠে দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি জানিয়ে মাঠ থেকে উঠে আসেন জাভি। প্রতিক্ষের খেলোয়াড়দেরও শুভেচ্ছা গ্রহন করেন তিনি। তার বদলি হিসেবে মাঠে নামেন আন্দ্রে ইনিয়েস্তা।

খেলার বাকি সময়ে আর নতুন করে লিড নিতে না পারলে মৌসুমের শেষ লা লিগার ম্যাচে ড্র মেনে নেয় শিরোপাধারী বার্সেলোনা। এ ড্রয়ের পর কাতালানদের মৌসুম শেষ হয় সর্বোচ্চ ৯৪ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।