ঢাকা: লা লিগার শিরোপা আগেই হাতছাড়া হয়। তারপরও মৌসুমের শেষ ম্যাচটিকে স্মরণীয় করেই রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল শিরোপাহীন থাকলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল রোনালদো। লিগের সর্বোচ্চ গোলদাতা (৪৮ গোল) হয়ে জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন বুট ও পিচিচি অ্যাওয়ার্ড। অন্যদিকে, বার্সার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ গোল করেন লিওনেল মেসি।
বার্নাব্যুতে খেলা শুরুর ১৩ মিনিটে মার্সেলোর ক্রস থেকে বুলেট গতির হেডে জাল কাপিয়ে দেন রোনালদো। নয় মিনিট পর ডিফেন্ডার সার্জিও এসকুদেরোর গোলে সমতায় ফেরে গেটাফে। এর চার মিনিট পরেই স্প্যানিশ মিডফিল্ডার দিয়েগো কাস্ত্রোর গোলে ২-১ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে গ্যালাকটিকোদের সমতায় ফেরান রোনালদো।

দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সি আর সেভেন খ্যাত রোনালদো। । এ নিয়ে তিনি লিগের সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের তিন মিনিট আগে ফ্রেঞ্চ মিডফিল্ডার লাসেনের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় গেটাফে।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় হাভিয়ের হার্নান্দেজের গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পর ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে নিজের প্রথম গোল আদায় করে নেন জেমস রদ্রিগেজ। ৭১ মিনিটে স্বাগতিকদের ৬-৩ গোলে এগিয়ে দেন জেসে রদ্রিগেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম