ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

মৌসুমের শেষ ম্যাচে জয়বঞ্চিত অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মে ২৪, ২০১৫
মৌসুমের শেষ ম্যাচে জয়বঞ্চিত অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় এ মৌসুমের শেষ রাতটি অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য উপভোগ্য হলো না। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও গ্রানাডার বিপক্ষে গোলশূণ্য ড্র নিয়ে ‍মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

অপরদিকে, নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গেটাফের বিপক্ষে ৭-৩ গোলের দাপুটে জয় পায়। আর ন্যু ক্যাম্পে জাভি হার্নান্দেজের বিদায়ী ম্যাচে দেপোর্তিভো লা করুণার সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা।

এ ম্যাচে ইনজুরির কারণে মারিও মান্দজুকিচ, আরদা তুরান ও ফার্নান্দো তোরেস অ্যাতলেতিকোর হয়ে মাঠে নামতে পারেন নি। তাদের অনুপস্থিতি ভালোই প্রভাব ফেলে। পুরো ম্যাচে গোলমুখে মাত্র তিনটি শট নেয় গ্রিজম্যান-গার্সিয়ারা।

দু’দলই কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। ঘরের মাঠে গ্রানাডার হয়ে স্প্যানিশ স্ট্রাইকার পিটির নেওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অ্যাতলেতিকোর গোলরক্ষক জান ওবালাক। প্রথমার্ধের তিন মিনিট আগে মিডফিল্ডার রুবেন পেরেজের নেওয়া আরেকটি ফ্রি-কিকও প্রতিহত করেন এই স্লোভেনিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে অ্যাতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকের একটি চমৎকার ভলি ফিরিয়ে দেন গ্রানাডার গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত আর স্বাগতিকদের ডিফেন্স ভাঙতে পারেনি থিয়াগো-গ্রিজম্যানরা। উল্টোদিকে ম্যাচ ড্র হলেও গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরা যেন বেজায় খুশি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।