ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জুভেন্টাসের জয়ের রাতে ইন্টারের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মে ২৪, ২০১৫
জুভেন্টাসের জয়ের রাতে ইন্টারের হার ছবি: সংগৃহীত

ঢাকা: এ মৌসুমের ‘সিরি আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে নাপোলি। অপর ম্যাচে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা জেনোয়ার বিপক্ষে ৩-২ গোলে পরাজিত হয় ইন্টার মিলান।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হতে হলে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ল্যাজিওর বিপক্ষে নাপোলির জয়ের বিকল্প নেই।

২১ মে ল্যাজিওকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তোলে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনাকে হারাতে পারলেই জুভিদের ট্রেবল জয় নিশ্চিত হবে। অন্যদিকে, লা লিগা চ্যাম্পিয়ন বার্সার সামনেও এখন ট্রেবল জয়ের হাতছানি।

জুভেন্টাস স্টেডিয়ামে ১৩ মিনিটেই কিংসলি কোমানের অ্যাসিস্ট থেকে লিড এনে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো ফেরেইরা। পঞ্চাশ মিনিটে লরেঞ্জো ইনসাইনের পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে, ফিরতি বলে গোল আদায় করে নাপোলিকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড লোপেজ।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আলভারো মোরাতার বাড়ানো বল জালে জড়ান ইতালিয়ান মিডফিল্ডার স্টেফানো স্টুরারো। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাপোলির উরুগুইয়ান ডিফেন্ডার মিগুয়েল অ্যাঞ্জেল ব্রিতস। স্পট কিক থেকে গোল আদায় করে নেন মিডফিল্ডার সিমিওন পেপে। এরই সঙ্গে নাপোলির ড্র করার সম্ভাবনাটাও ভেস্তে যায়।

অপরদিকে, এগিয়ে থেকেও জেনোয়ার কাছে হার মানে ইন্টার। ১৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসের অ্যাসিস্ট থেকে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। পাঁচ মিনিট পর জেনোয়াকে সমতায় ফেরান ইতালিয়ান স্ট্রাইকার লিওনার্দো পাভোলেত্তি। এর ছয় মিনিট পর ইকার্দির পাস থেকে রদ্রিগো প্যালাসিওর গোলে আবারো এগিয়ে যায় ইন্টার।

পিছিয়ে পড়ার এগার মিনিট পর বেলজিয়ান স্ট্রাইকার ম্যাক্সিম লেস্টিনের গোলে পুনরায় সমতায় ফেরে স্বাগতিকরা। ২-২ গোলে যখন খেলা শেষের দিকে তখনই ৮৯ মিনিটে জেনোয়ার হয়ে জয়সূচক গোল করেন স্লোভাকিয়ার মিডফিল্ডার জুরাজ কুকা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।