ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জয় দিয়ে মৌসুম শেষ করল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মে ২৪, ২০১৫
জয় দিয়ে মৌসুম শেষ করল পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগে টানা তিনবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মৌসুমের শেষ ম্যাচটিও জিতে নিয়েছে। এডিনসন কাভানির জোড়া গোলের সুবাদে রেইমসকে ৩-২ গোলে হারায় লঁরা ব্লাঁর শিষ্যরা।

খেলা শেষ হওয়া মাত্রই শিরোপা উদযাপনে মাতে পিএসজি। এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেন নি জ্লাতান ইব্রাহিমোভিচ।

প্যারিসে খেলা শুরুর ত্রিশ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে পিএসজিকে লিড এনে দেন কাভানি। প্রথমার্ধের শেষ মিনিটে ল‍ুকাস মৌরার অ্যাসিস্টে লিড দ্বিগুন করেন তরুণ ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন ৠাবিয়ট। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে ম্যাচে ফেরে রেইমস। ফ্রাঙ্কো সাগনোরিয়ানের ক্রস থেকে হেডে গোল করেন আইসা মান্ডি। শেষ দিকে ৮৩ মিনিটের মাথায় আর্জেন্টাইন স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন উরুগুইয়ান তারকা কাভানি।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফ্রেঞ্চ মিডফিল্ডার ওমেনুকু এমফুলুর পাস থেকে পিএসজির জালে বল পাঠান বদলি খেলোয়াড় কাইয়ি। রেফারি শেষ বাঁশি বাজালে পাস্তোরে-কাভানি-লাভেজ্জিরা প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।