ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

ক্রেমারের বিশ্বকাপ স্মৃতি হারানোর বেদনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মে ২৪, ২০১৫
ক্রেমারের বিশ্বকাপ স্মৃতি হারানোর বেদনা ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে নিজ দেশের জার্সি গায়ে বিশ্বকাপের আসরে খেলার। স্বপ্নটি আরও বড় হয় যখন নিজ দেশ বিশ্বমঞ্চের ফাইনালে উঠে।

এমনি স্বপ্ন নিয়ে বিশ্বকাপ জয়ী জার্মানির ফুটবলার ক্রিস্টোফ ক্রেমার আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালের মাঠে জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন।

জার্মানির শুরুর একাদশে তিনি সামি খেদিরার জায়গায় খেলেছিলেন। ম্যাচের ১৮ মিনিটের মাথায় জার্মান এ মিডফিল্ডারের সব কিছু ওলট-পালট হয়ে যায়। আর্জেন্টাইন ফুটবলার ইজেকুয়েল গ্যারের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লেগে মাথায় আঘাত পান ক্রেমার। চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি।

মাঠে উপস্থিত চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিলে আরও ১০ মিনিট মাঠে অবস্থান করেন ক্রেমার। এরপরই অচেতন হয়ে পড়ে যান তিনি। এর আগে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি রিজোলিকে ক্রেমার জিজ্ঞেস করেছিলেন, ‘এটা কি ফাইনাল ম্যাচ হচ্ছে?’ রেফারি পরে জার্মানির আরেক তারকা শোয়াইন্সটাইগারকে ব্যাপারটি জানারে মাঠ থেকে তুলে নেওয়া হয় ক্রেমারকে। তার বদলে মাঠে নামেন আন্দ্রে শুরেল।

চলতি সপ্তাহে ফিফা ডট কমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রেমারকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তার মনে আছে কি না?

উত্তরে ক্রেমার জানান, মাথার চোটটা এতটাই গুরুতর ছিল যে, রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে দেশের হয়ে প্রথমার্ধে যা খেলেছেন তার কিছুই মনে নেই তার। এখনও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়েছে বলে জানান তিনি।

গ্যারের সঙ্গে ধাক্কার বিষয়টি মনে করিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি সেই ভিডিও ফুটেজটি দেখেছেন?

কিছুটা আমতা-আমতা করে ক্রেমার জানান, অসংখ্যবার আমি ভিডিওটি দেখেছি। কিন্তু, তারপরও মনে হচ্ছে আমি প্রথমার্ধে মাঠে নামিনি। এটা আমার কাছে এখনও পরিস্কার নয়। সত্যি বলতে ফাইনালের ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু হলেও আমি সেটি মনে করতে পারছি না। সেদিনের কোনো ঘটনাই আমার মনে নেই।

স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে মাঠে থেকেছেন এবং খেলেছেন কিন্তু ম্যাচের কোনো ঘটনাই তার এখনও মনে পড়ছে না জানিয়ে ক্রেমার বলেন, এটা আমার জীবনের বিশেষ একটি মুহূর্ত। স্পষ্ট করে বললে এটা আমার জন্য বেদনার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।