ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

দুই ফাইনালে থাকছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, মে ২৪, ২০১৫
দুই ফাইনালে থাকছেন সুয়ারেজ লুইস সুয়ারেজ

ঢাকা: বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে। লা লিগার সর্বশেষ দুই ম্যাচেও দলে ছিলেন না।

তবে, বার্সেলোনার ট্রেবল জয়ের মিশনে লুইস সুয়ারেজ ঠিক‌ই থাকছেন। এমনটিই নিশ্চিত করেছেন বার্সা কোচ লুইস এনরিক।

৩০ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে’র ফাইনাল। বার্লিনে ০৬ জুন জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এ দু’টি ম্যাচ জিতলেই ট্রেবল জয়ের উল্লাসে মাতবে কাতালানরা।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুয়ারেজ পুরোপুরি সেরে উঠেনি। সে এখনো শতভাগ ফিট নয়। তাই আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। গুরুত্বপূর্ণ দু’টি ফাইনালের জন্য সে প্রস্তুত হচ্ছে। উভয় ম্যাচেই তাকে দেখা যাবে। ’

বার্সা কোচ আরও বলেন, ‘লা লিগা শিরোপা নিশ্চিত করেছি। এ সাফল্যের জন্য পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। নিজেদের সেরাটা দিতে পারলে এ দু’টি শিরোপাও জেতা সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।