ঢাকা: ডিবিবিএল এশিয়ান সিনিয়র মেন’স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশীপ-২০১৫ এর রোববার (২৪ মে) দু’টি খেলা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় আফগানিস্থান ও উজবেকিস্থানের মধ্যে অনুষ্ঠিত খেলায় দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা যায়।
আফগানিস্থান ২৫/২২, ১৮/২৫, ১৩/২৫, ২৫/২১ ও ১৫/১৩ পয়েন্টে ৩-২ সেটে উজবেকিস্থানকে পরাজিত করে এ টুর্নামেন্টের প্রথম জয় পায়।
আফগানিস্থান ও উজবেকিস্থানের খেলাটি পরিচালনা করেন জাতীয় ভলিবল রেফারী শামীম আল-মামুন (বাংলাদেশ) এবং আন্তর্জাতিক ভলিবল রেফারী আহমেদ সেলিম (মালদ্বীপ)।
সোমবার (২৫ মে) একই ভেন্যুতে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় দুপুর ২টায় আফগানিস্থান মুখোমুখি হবে তুর্কমেনিস্থানের। বিকেল ৪টায় কিরগিজস্থান নামবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। আর শেষ খেলায় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে নেপাল এবং মালদ্বীপ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর