ঢাকা: আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত দল থেকে ছিটকে পড়লেন ব্রাজিলের গোলরক্ষক দিয়েগো আলভেজ। ফলে কার্লোস দুঙ্গার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে।
স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার হয়ে মাঠে নেমে চোট পান ব্রাজিলের এ গোলরক্ষক। আলভেজের সাবেক ক্লাব আলমেরিয়ার বিপক্ষে খেলার সময় ম্যাচের ৭২ মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে আলভেজের ক্লাব থেকে নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৫ জুন কোপা আমেরিকার আসরে পেরুর বিপক্ষে মাঠে নামবে নেইমার বাহিনী। তবে, তার আগেই আলভেজের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রেসিডেন্ট আমাদেও সালভো। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, আমরা আলমেরিয়ার বিপক্ষে জিততে পেরে দারুণ খুশি। কিন্তু আলভেজের ইনজুরির কারণে আমাদের উৎসবে ভাটা পড়েছে।
গত ৯ মে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের বিপক্ষে ২-২ গোলের ড্র করে ভ্যালেন্সিয়া। রিয়ালের পয়েন্টে ভাগ বসাতে অসাধারণ পারফর্ম করেন ব্রাজিল গোলরক্ষক ও ভ্যালেন্সিয়ার গোলবারের নিচে দায়িত্ব পালন করা আলভেজ। রিয়ালের জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, ইসকো আর রোনালদোদের একের পর এক শট রুখে দেন তিনি। আলভেজের বিপক্ষে পেনাল্টি থেকেও গোল আদায় করে নিতে পারেন নি ব্যালন ডি অর জয়ী রোনালদো।
২৯ বছর বয়সী আলভেজ ব্রাজিলের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেললেও দুঙ্গা তার উপর ভরসা রেখেছিলেন। ভ্যালেন্সিয়ার গোলবারের নিচে আলভেজ দাঁড়িয়েছেন ৯৮ ম্যাচে আর সাবেক ক্লাব আলমেরিয়ার বিপক্ষে ১২৩ ম্যাচে দায়িত্ব পালন করেন আলভেজ।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর