ঢাকা: রাদামেল ফ্যালকাওয়ের সঙ্গে স্থায়ী চুক্তি না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ২৯ বছর বয়সী এই কলম্বিয়ান স্ট্রাইকারকে পুরনো ক্লাব মোনাকোতেই ফিরে যেতে হবে।
গত মৌসুমে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে এক বছরের ধারের চুক্তিতে ম্যানইউতে পাড়ি জমান ফ্যালকাও। শর্ত অনুযায়ী ভালো পারফরম্যান্স করতে পারলে তার সঙ্গে রেড ডেভিলসদের স্থায়ী চুক্তি করার সুযোগ ছিল। সেক্ষেত্রে মোনাকোকে আরো ৫০ মিলিয়ন ইউরো দিতে হতো। আর ফ্যালকাওয়ের সাপ্তাহিক বেতন দাঁড়াত তিন লক্ষ ইউরো।
কিন্তু, সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা এ মৌসুমে ২৯ ম্যাচে করেছেন মাত্র চার গোল। গত বছরের ৩১ জানুয়ারিতে লিইচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ গোলের দেখা পান। এতেই ম্যানইউর কোচ লুইস ফন গালের আস্থা হারান। তবে, বরাবরের মতোই ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান ফ্যালকাও।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ফন গান উল্লেখ করেন, ‘ফ্যালকাও একজন শীর্ষ পর্যায়ের পেশাদার খেলোয়াড়। সে ভালো মানুষও বটে। ক্লাব ও আমার পক্ষ থেকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। ’
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম