ঢাকা: সদ্য সমাপ্ত স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের বার্লিন ফাইনালে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারদের নিয়ে গড়া বিশ্বসেরা আক্রমণভাগকে আটকে রাখা যাবে না বলে মনে করেন জুভেন্টাসের গোলরক্ষক বুফন।
সর্বোচ্চ ৯৪ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদের মতো জায়ান্ট দলকে টপকে লা লিগার শিরোপা নিজেদের করে নিয়েছে মেসি-নেইমাররা। কোপা দেল রে’র ফাইনালে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ফেভারিট হিসেবেই ফাইনালে পা দিয়ে রেখেছে কাতালানরা।
মৌসুমের ট্রেবল শিরোপা জিততে মরিয়া বার্সা। কাতালানদের কোচ লুইস এনরিকের কথাতেও তার আভাস। কোপা দেল রে’র ফাইনালে তার শিষ্যদের খেলতে হবে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে। আর এনরিক শিষ্যরা ৬ জুন রাতে বার্লিনের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে বুফনের নেতৃত্বে ফাইনালে উঠা জুভেন্টাসের প্রতিপক্ষ হয়ে।
জুভিদের অধিনায়ক ৩৭ বছর বয়সী বুফন এ ম্যাচের আগে জানালেন, বার্সাকে আটকে রাখা কঠিন। স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির তারকা এ গোলরক্ষক বলেন, বার্সেলোনা ধরাছোঁয়ার বাইরে। আমরা বেশ ভালো করেই জানি তারা (বার্সা) আমাদের থেকে বেশ এগিয়ে।
ইতালির হয়ে ১৪৭ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করা বুফন আরও বলেন, সেরা দলটি সব সময় জিততে পারে না এটিও মনে রাখা দরকার। এটা পরিস্কার যে ফাইনাল ম্যাচটি কঠিন হতে চলেছে। আমরা অপ্রতিরোধ্য বার্সার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে যাব। যদি কাতালানরা শতভাগ দিয়ে খেলে থাকে সেটি আমাদের জন্য আরও বেশি কঠিন হবে।
পারমা আর জুভেন্টাসের হয়ে ৭৫৯ ম্যাচ খেলা বুফন আশাবাদি, ফাইনালে তার সতীর্থরা বার্সার শক্তিমত্তা সম্পর্কে মাঠে বুঝতে পারবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর