ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জয় পেয়েও ক্ষেপেছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, মে ২৫, ২০১৫
জয় পেয়েও ক্ষেপেছেন ফেদেরার

ঢাকা: বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন টেনিস তারকা রজার ফেদেরার এবং সিমোনা হালেপ। পুরুষ এককে সুইস তারকা ফেদেরার, কেই নিশিকোরি এবং মহিলা এককে রোমানিয়ান তারকা সিমোনা হালেপ, ওয়ারিঙ্কা, আনা ইভানোভিচ নিজ নিজ খেলায় জয় পান।



ফ্রান্সের প্যারিসের রোঁলা গ্যাঁরো স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পুরুষ এককে ফেদেরার হারান কলম্বিয়ার আলেসান্দ্রো ফাল্লাকে। উদ্বোধনী ম্যাচে ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে জয় পান ফেদেরার।

তবে, জয় পেলেও মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ বিরক্ত ফেদেরার। সাবেক এক নম্বর টেনিস এ তারকার ম্যাচ শেষে মাঠেই ঢুকে পড়েন তার এক সমর্থক। দৌড়ে সুইস তারকার সঙ্গে মোবাইলে সেলফি তোলেন সমর্থকটি। সমর্থককে হাসি মুখে সুযোগ করে দিলেও এতে বেশ খানিকটা রাগ করেই টুর্নামেন্ট কমিটিকে নালিশ করেন ফেদেরার।
French_Open_inner
ম্যাচ শেষে তিনি বলেন, আমি গতকাল (ম্যাচের আগের দিন) অনুশীলনেও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছি। সমর্থকরা আমাদের কাছে আসতে চাইবে এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন নিরাপত্তা ঝুঁকি নিয়ে চিন্তা করবেন তখন তা আপনার খেলাতেও বাজে প্রভাব ফেলবে।

এদিকে, নারী এককের উদ্বোধনী ম্যাচে সিমোনা হালেপ রাশিয়ান ইভজেনিয়া রোদিনাকে হারিয়েছেন। গতবারের রানার্সআপ হালেপ ৭-৫, ৬-৪ সেটে জয় পান। আনা ইভানোভিচ উদ্বোধনী খেলায় সেভদোভাকে ৬-৪, ৬-২, ৬-০ সেটে হারান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।