ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

ইতিহাস গড়ার পথে বাংলাদেশ গলফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, মে ২৫, ২০১৫
ইতিহাস গড়ার পথে বাংলাদেশ গলফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং এশিয়ান ট্যুরের অনুমোদনে প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক মানের পেশাদার গলফ টুর্নামেন্ট 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫' শুরু হতে যাচ্ছে। আগামী ২৭-৩০ মে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আসরটি।



ইতোমধ্যে ২৪ দেশের অধিকাংশ খেলোয়াড় চলে এসেছে বাংলাদেশে। চারদিন ব্যাপী এ টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। তিন লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।  

মঙ্গলবার (২৬ মে) 'প্রো অ্যাম' ইভেন্টের মাধ্যমে এর অনানুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। প্রস্তুতিমূলক ‘প্রো অ্যাম’ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এশিয়ান ট্যুরে অংশ নেওয়া ২৫ জন প্রফেশনাল ও ৭৫ জন অ্যামেচার গলফার। সোমবার (২৫ মে) টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গলফ ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট মিডিয়া কমিটির প্রধান মেজর খন্দকার নুরুল আফসার (অবঃ), বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, রিজ ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ।

মিডিয়া কমিটির প্রধান মেজর খন্দকার নুরুল আফসার (অবঃ) জানালেন, 'বসুন্ধরা বাংলাদেশ ওপেনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ২৪ টি  দেশের ১৫৬ গলফার অংশ নিচ্ছেন এ আসরে। আমরা ৬৫ জন কর্মকর্তা এটি সফল ভাবে আয়োজন করতে কাজ করছি। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ' 

তিনি আরও বলেন, 'বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। তারা এ ধরণের আন্তর্জাতিক মানের আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এ ধরণের আন্তর্জাতিক ইভেন্ট ট্যুরিস্টদের আকৃষ্ট করে। তাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মনে করে এ ধরণের আয়োজনের সাথে যুক্ত থাকা পর্যটনের জন্য ভালো। '

চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পারে খেলা হবে। ২৪টি দেশের মোট ১৫৬ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। এর মধ্যে ৩১ জন বাংলাদেশি গলফার রয়েছেন। ১০ জন হাই প্রোফাইল গলফার অংশ নিচ্ছেন। যারা একবার হলেও এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী।

৩৩ জন এশিয়ান ট্যুর অফিসিয়াল আসরটি পরিচালনা করবেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ৪ জন। এছাড়া টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য ৪৭৬ জনের এক বিশাল টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া টুর্নামেন্ট নিয়ে এক ঘণ্টার প্রতিবেদন প্রচারিত হবে ‘টেন গলফ’-এ।

এ আসরের উইনার ৩ লাখ ডলার প্রাইজমানির ১৮ শতাংশ পাবেন। একইভাবে টুর্নামেন্টের ৬৫ জনকে এ প্রাইজমানি ভাগ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।