ঢাকা: আবারো আর্জেন্টিনার ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবারো দ্বিতীয় বিভাগের ফুটবল টুর্নামেন্টে এক আর্জেন্টাইন ফুটবলার মারা গেছেন।
ক্রিস্টিয়ান গোমেজ নামের আর্জেন্টাইন এ ফুটবলার মাঠে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান। বিষয়টি গুরুতর হওয়ায় তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ক্রিস্টিয়ানের জ্ঞান না ফিরলে সতীর্থরা জার্সি খুলে তাকে বাতাস করতে থাকেন। এরপরও জ্ঞান না ফিরলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু ২৭ বছর বয়সী ক্রিস্টিয়ানকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল টুর্নামেন্টে অ্যাতলেতিকো পারানার হয়ে খেলতেন ক্রিস্টিয়ান। তিনি ডিফেন্ডার হিসেবে মাঠের দায়িত্বে থাকতেন। ম্যাচটি গড়িয়েছিল বোকা উনিদোসের বিপক্ষে।
গত ৩ মে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে মাঠের পাশে ক্রংকিটের দেওয়ালে আঘাত পেয়ে ১১ দিন হাসপাতালে বিশেষ পর্যবেক্ষনে থাকার পর মৃতুবরণ করেন ইমানুয়েল ওর্তেগা নামের এক আর্জেন্টাইন ফুটবলার। এরপর দেশটির সব ধরণের প্রতিযোগিতামূলক ফুটবল স্থগিত করা হয়।
চলতি সপ্তাহে আবারো আর্জেন্টিনার মাঠে ফুটবল গড়লে ওর্তেগার মৃত্যুর ১০ দিন পর আবারো দেশটির ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে।
ক্রিস্টিয়ানের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ক্রিস্টিয়ানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এ তারকা।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর