ঢাকা: বিশিষ্ট জ্যোর্তি বিজ্ঞানী বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন সহ-সভাপতি এবং দেশের প্রথম আন্তর্জাতিক দাবা বিচারক ডঃ এ.আর খান মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহে................রাজেউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সংগঠকবৃন্দ, দাবা বিচারক এবং দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ডঃ এ.আর খান সোমবার (২৫ মে) বাংলাদশ সময় ভোরে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর।
প্রথম আন্তর্জাতিক দাবা বিচারক ১৯৭৬ সাল হতে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের এবং ১৯৮৪ সাল হতে ২০০১ সাল পর্যন্ত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের প্রথম আন্তর্জাতিক দাবা বিচারক ছিলেন এবং ২০০০ সাল পর্যন্ত দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ ও আলেক্সি দ্রিভের ম্যাচেও প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত বিশ্ব দাবা সংস্থার রুলস কমিশনের সদস্য ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর