ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) বিশ্বব্যাপী স্কুল পর্যায়ে টেনিসের সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে স্কুল টেনিস ইনিশিয়েটিভ তথা এসটিআই প্রোগ্রামের প্রচলন করে।
স্কুল পর্যায়ে ৬-১১ বছর বয়সের বালক-বালিকাদের টেনিসে সম্পৃক্ত করার লক্ষ্যে আইটিএফ প্রোগ্রামটি শুরু হয়।
এই জেটিআই প্রোগ্রামটি জন্য পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে হেলেনা জাহাঙ্গীর ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি:। এ উপলক্ষে সোমবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান আজম খান, জনাব মোহাম্মদ আলী দ্বীন (সহ-সভাপতি, বিটিএফ), জনাব গোলাম মোর্শেদ (উপদেষ্টা, বিটিএফ), হেলেনা জাহাঙ্গীর (স্পন্সর), জনাব মীর খুরসিদ আনোয়ার (সাধারণ সম্পাদক, বিটিএফ)।
সংবাদ সম্মেলনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান আজম খান বলেন, 'ক্রীড়া উন্নয়নে সবসময় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কাজ করে যাচ্ছে। হকি ফেডারেশনে অধীনে জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। একই ভাবে আমরা টেনিসের উন্নয়নে কাজ করে যাবো। '
এ বছর ৬ ফেব্রুয়ারি ফেডারেশনের ব্যবস্থাপনায় বিভিন্ন স্কুলের ফিজিক্যাল ইন্সট্রাকটর সমন্বয়ে স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। অক্টোবরের মধ্যে আন্ত:স্কুল টেনিস প্রতিযোগিতার মাধ্যমে এই বছরের জেটিআই প্রোগ্রাম শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
ইয়া/এমআর