ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

আন্তর্জাতিক দাবায় শীর্ষে রাকিব ও এনামুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মে ২৫, ২০১৫
আন্তর্জাতিক দাবায় শীর্ষে রাকিব ও এনামুল

ঢাকা: অষ্টম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল ২০১৫ এলিট ক্যাটাগরিতে বাংলাদেশ নৌবাহিনীর দুই গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব ও এনামুল হোসেন দুই খেলায় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে ১৯ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দেড় পয়েন্ট এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান এক পয়েন্ট অর্জন করেছেন।

ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে গত রোববার হতে এ ইভেন্টের খেলা শুরু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার মুরালি কৃষ্ণানকে, এনামুল মহিলা আন্তর্জাতিক মাস্টার প্রতুষ্যা বোদ্ধাকে এবং মাহফুজ গাভী সিদ্ধায়াকে পরাজিত করেন এবং জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার পি,ডি,এস, গিরিনাথের সাথে ড্র করেন। এর আগে গত রোববার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় জিয়া ইউক্রেনের মহিলা ফিদে মাস্টার কার্নিয়ুক মারিয়াকে, রাকিব ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কিরন মনিষা মোহন্তিকে ও এনামুল ভারতের ইরিগাইস অর্জনকে পরাজিত করেন। মাহফুজ ভারতের গোড়বলে অর্থাবার কাছে হেরে যান।

এদিকে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল (রেটিং-২৩৪৮) মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনোইস রাজ্যের হোয়েলিংয়ের ওয়েস্টিন শিকাগো নর্থ সোর হোটেলে অনুষ্ঠানরত ২৪তম এনুয়াল শিকাগো ওপেন দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষে ৭ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন।

১২টি দেশের ২৩ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন।

প্রথম সার্ক আন্তর্জাতিক বধির দাবা চ্যাম্পিয়নশিপ:

বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন আয়োজিত প্রথম সার্ক আন্তর্জাতিক বধির দাবা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরনী সোমবার বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বধির ক্রীড়া সংস্থার সভাপতি জনাব জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী কামরুল হাসানসহ বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বাংলাদেশ প্রথম হতে তৃতীয় সবগুলো পুরস্কার অর্জন করে। পুরুষ বিভাগে বাংলাদেশের ওবায়দুল ইসলাম শাহিন অপরাজিত চ্যাম্পিয়ন, মোহাম্মদ আমিনুল ইসলাম লিপন রানার-আপ হন ও মোঃ আলী নেওয়াজ সরকার তৃতীয় স্থান লাভ করেন।

আর মহিলা বিভাগে বাংলাদেশের সোনিয়া খাতুন অপরাজিত চ্যাম্পিয়ন, আলিফা আক্তার (নূপুর) রানার-আপ এবং নাজনীন আক্তার (রিতা) তৃতীয় স্থান অর্জন করেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকা হতে আগত খেলোয়াড়রা এ ইভেন্টে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।