ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

‘আমরাই ফেভারিট’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, মে ২৫, ২০১৫
‘আমরাই ফেভারিট’

ঢাকা: চলমান মান্যবর প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে জাতীয় দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে অংশগ্রহণে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়রা।

রোববার (২৪ মে) রাতে প্রাথমিক দলের ৩২ জনের মধ্যে ২৮ খেলোয়াড় ক্যাম্পে ছিলেন।

সোমবার (২৫ মে) বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তারা।

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন জাহিদ ও ইয়াসিন। তবে এখনও অনিশ্চিত রেজাউল করিম ও গোলরক্ষক শহীদুল আলম সোহেল। আশা করা যাচ্ছে দিন দু’একের মধ্যে যোগ দেবেন ডেনমার্কের জামাল ভূঁইয়া ও জার্মানির ইসচান রিয়াসাত খাতন।

দু’টি প্রীতি ম্যাচ এবং ১১ ও ১৬ জুন কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশসেরা ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।

জাতীয় দলের জার্সি গায়ে ৬০ ম্যাচে ১৮ গোল করা এমিলি বলেন, ‘দেশের মাটিতে খেলব, সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের জয়ের অন্যতম মন্ত্র আত্মবিশ্বাস। আর আফগানিস্তানকে আমরা আগেও হারিয়েছি। গত এশিয়ান গেমসেও জয় পেয়েছি। কিরঘিজ ও তাজিকদের বিপক্ষে আগেও খেলেছি। তাদের বিপক্ষেও রেকর্ড ভালো। ’

তিনি বলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। দেশের মাটিতে আমরাই ফেভারিট’।

বাছাই পর্বের হোম ম্যাচ দু’টির ওপর নির্ভর করছে অনেক কিছুই। এ দু’টি ম্যাচে ভালো ফলাফল পাল্টে যেতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের অনেক সমীকরণ।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৫ মে ২০১৫
ইয়া/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।