ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত অষ্টম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আড়াই পয়েন্ট করে নিয়ে ১৯ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
নৌবাহিনীর অপর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব ও জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দুই পয়েন্ট করে অর্জন করেছেন।
এদিকে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল (রেটিং-২৩৪৮) মার্কিন যুক্তরাস্ট্রের ইলিনোইস রাজ্যের হোয়েলিংয়ের ওয়েস্টিন শিকাগো নর্থ সোর হোটেলে অনুষ্ঠিত ২৪তম অ্যানুয়াল শিকাগো ওপেন দাবায় ৭৯তম স্থান পেয়েছেন। শাকিল ৯ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেন।
২৫টি দেশের ২৫ জন গ্র্যান্ড মাস্টারসহ ১১৩ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন। অনূর্ধ্ব-২১০০ রেটিং ক্যাটাগরিতে বাংলাদেশের শামীম খান ৭ খেলায় ২ পয়েন্ট পেয়ে ১০৬তম হন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর