ঢাকা: নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার ঘোষিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটেছে ৩ ধাপ।
এশিয়ার মধ্যে সেরা র্যাঙ্কিং ইরানের দখলেই রয়েছে, ৪১তম স্থানে। এশিয়ার পরের স্থানটি দখল রেখেছে জাপান (৫২)। তৃতীয়স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার র্যাঙ্কিং ৫৮।
এদিকে আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এলো বেলজিয়াম। একধাপ এগিয়ে ইউরোপের দেশটির ফুটবল ইতিহাসে এটিই সর্বোচ্চ অবস্থান। লিওনেল মেসিদের আর্জেন্টিনা একধাপ অবনমন হয়ে তৃতীয় অবস্থানে আছে। তবে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি নিজেদের শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে।
র্যাঙ্কিংয়ের সেরা দশের মধ্যে আরও একটি পরিবর্তন ঘটেছে। দুই ধাপ উন্নতির কারণে নবম স্থানে উঠে এসেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে ২ ধাপ অবনমনের কারণে নবম স্থানটি হারিয়ে সুইজারল্যান্ডের জায়গা হয়েছে ১১তম স্থানে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
ইয়া/এমএমএস