ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

ইতালিয়ান লিগে দর্শক দাঙ্গা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মে ২৬, ২০১৫
ইতালিয়ান লিগে দর্শক দাঙ্গা (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার (২৫ মে) রাতে সিরি আ’র গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে ল্যাজিওকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করে রোমা। এ ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল।

খেলা শুরুর আগে ও পরে দায়িত্বরত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ল্যাজিওর সমর্থকরা।

স্তেদিও অলিম্পিকো স্টেডিয়ামটি দু’দলেরই হোম গ্রাউন্ড। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান ইতুর্বির গোলে লিড নেয় রোমা। আট মিনিট পরেই সার্বিয়ান স্ট্রাইকার ফিলিপ ডিজর্ডজেভিচের গোলে সমতায় ফেরে ল্যাজিও। তবে, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ডিফেন্ডার মাপু ইয়াঙ্গার হেডে রোমার জয় নিশ্চিত হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্তত ১৭’শ পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। কিন্তু, ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা কর্মীসহ পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ল্যাজিওর সমর্থকরা। তারা পুলিশকে লক্ষ্য করে অসংখ্য বোতল ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় দু’জন সমর্থকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মৌসুমের শেষ ম্যাচে নাপোলির বিপক্ষে হার এড়ালেই পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে জুভেন্টাস ও রোমার পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করবে ল্যাজিও। অন্যদিকে, জয় পেলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপ সেরার আসরে জায়গা করে নেবে নাপোলি।



বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।