ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

দুর্নীতির অভিযোগে ছয় ফিফা কর্মকর্তা গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ২৭, ২০১৫
দুর্নীতির অভিযোগে ছয় ফিফা কর্মকর্তা গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফার শীর্ষ ছয় কর্মকর্তাকে গ্রেফতার করেছে সুইস পুলিশ।

বুধবার (২৭মে) অভিযান চালিয়ে জুরিখের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক হওয়াদের মধ্যে ফিফার ভাইস প্রেসিডেন্টও আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ধান্দাবাজি, মানি লন্ডারিং এবং জালিয়াতি ও বিশ্ব ফুটবলের পর্ষদে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে জুরিখে অনুষ্ঠেয় ফিফার কংগ্রেসের আগে ওই শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

খবরে বলা হয়, চলতি সপ্তাহে ফিফার কংগ্রেসে যোগ দেওয়ার জন্য জুরিখে সমবেত হয়েছিলেন ওই কর্মকর্তারা। প্রায় দুই দশক ধরে তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে এফবিআই।

অবশেষে কংগ্রেসের আগমুহূর্তে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অনুরোধে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি। গ্রেফতার হওয়া কর্মকর্তাদের নামও প্রকাশ করা হয়নি। তবে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বর্তমান সভাপতি স্লেপ ব্লাটারের নাম নেই বলে খবরে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২৭, ২০১৫, আপডেট: ১৪০৮ ঘণ্টা
এমপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।