ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

মরিনহোর চেলসির আধিপত্য থাকবেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মে ২৭, ২০১৫
মরিনহোর চেলসির আধিপত্য থাকবেই হোসে মরিনহো

ঢাকা: চার মৌসুম পর হোসে মরিনহোর হাত ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে চেলসি। এই পর্তুগিজ কোচের অধীনেই ব্লুজদের সাফল্যধারা অব্যাহত থাকবে।

এমন আশাবাদ ব্যক্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

এ মৌসুমের শুরুতে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পর চেলসির আর অবনমন হয়নি। রেকর্ড টানা ২৭৪ দিন শীর্ষে থেকে কয়েকটি ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা। ক্যাপিটাল ওয়‍ান কাপের ট্রফিও জিতে নেয় হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।

বুধবার (২৭ মে) ইংল্যান্ডের লিগ ম্যানেজার’স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন মরিনহো। তবে, চেলসির মৌসুম শেষের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ নেওয়ায় তিনি পুরস্কার গ্রহণ করতে পারেন নি। এলএমএ’র প্রোগ্রামে তার অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন ফার্গুসন।

অনুষ্ঠানে এক বক্তব্যে ফার্গুসন বলেন, ‘মরিনহো একজন সফল ও বিজয়ী কোচ। এই পুরস্কারটি তার প্রাপ্য। আমার মতে, তার একটি সেরা স্কোয়াড রয়েছে। জন টেরি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। চেলসির জন্য আগামী কয়েক বছরই সাফল্য অপেক্ষা করছে। পুরো দলটাই খুব গোঁছানো। ’

ম্যানইউর সাবেক কোচ আরও বলেন, ‘চ্যাম্পিয়ন দলের জায়গাটা সব সময় অন্য কোনো দল দখল করে নেয়। তবে আমি নিশ্চিত যে, মরিনহো চেলসিকে সফলতার সঙ্গেই এগিয়ে নেবে। আগামীতে ব্লুজরা তার অধীনে থেকে আধিপত্য বজায় রাখতে পারবে বলে আশা প্রকাশ করছি। ’

সম্প্রতি লিগ কর্তৃপক্ষ কর্তৃক এ মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচও হয়েছেন মরিনহো। আর সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড পেয়েছেন চেলসির ২৪ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, মে ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।