ঢাকা: এ মৌসুমে রিয়াল মাদ্রিদের ভাগ্যে কোনো শিরোপা জুটেনি। আর দলের এমন বাজে পারফর্মে ছাঁটাই হয়েছেন স্প্যানিশ জায়ান্টদের কোচ কার্লো আনচেলত্তিকে।
সংবাদকর্মীদের ক্যাসিয়াস বলেন, ক্লাবের চাহিদা মোতাবেক আনচেলত্তিকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট ও বোর্ড যা ভালো মনে করেছ তাই সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি গত বছরের মতো এবারো আনচেলত্তি আমাকে ভালো কোনো সুযোগ দেননি। এ কারণে আমি তার উপর বেশ রাগান্বিত।
তবে, রাগান্বিত হলেও ক্যাসিয়াস আনচেলত্তির প্রতি সম্মান রেখে আরও বলেন, তিনি আমাকে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাকে বেশি বেশি খেলার সুযোগ না দিলেও আমি বলব আনচেলত্তি অসাধারণ একজন ব্যক্তি। আমি তার ভালো চাই। মাদ্রিদ তার কাছে নিজের ঘরের মতোই থাকবে।
বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে আনচেলত্তিকে ছেড়ে দেওয়া রিয়াল তাদের সঙ্গে চুক্তি করাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াকে। পরের মৌসুমে থাকছেন কেইলর নাভাসও। ফলে, ক্যাসিয়াসকেও রিয়াল যে কোনো সময় বিদায় করে দিতে পারে। নিজের প্রসঙ্গে বলতে গিয়ে রিয়াল দলপতি বলেন, আমি পরের মৌসুমেও এখানে খেলতে চাই। রিয়ালের হয়ে খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।
তিনি আরও যোগ করেন, যদি পরের মৌসুমে আমি ভালো করতে না পারি নিজে থেকেই সরে দাঁড়াবো। কিন্তু এ মুহূর্তে আমি নিজেকে নিয়ে আশাবাদি। নতুন মৌসুমে ভালো খেলার প্রত্যয় নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য।
ডি গিয়া প্রসঙ্গে ক্যাসিয়াস বলেন, আমি রিয়ালে থাকতে যদি ডি গিয়া আসে, তবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাবে। যা দলের জন্য ভালো। সে বর্তমান ও ভবিষ্যতের জন্য দারুণ একজন গোলরক্ষক। ডি গিয়া চাপের মুখেও বেশ ভালো খেলে। সে এখানে যোগ দিলে আমাদের সকলের সহায়তা থাকবে তার জন্য।
ক্যাসিয়াস রিয়ালের হয়ে (যুবদলে) ১৯৯০ সালে নাম লেখান। স্পেনের হয়ে তিনি ১৬১ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করেন। আর রিয়ালের মূল একাদশে ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ৭২৫ ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ২৭ মে ২০১৫
এমআর