ঢাকা: বুধবার সকাল থেকে কুর্মিটোলা বাংলাদেশ গলফ ক্লাবে শুরু হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫। বিকেলে মাঠে উপস্থিত থেকে গলফ টুর্নামেন্ট উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের এডিশনাল এমডি সাফওয়ান সোবহান।
এসময় সাফওয়ান সোবহানের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব) খন্দকার আবদুল ওয়াহেদ।
বসুন্ধরা গ্রুপের এডিশনাল এমডি সাফওয়ান সোবহানের সঙ্গে মাঠে সৌজন্য সাক্ষাত করেন গলফ টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ট্যুরের অ্যাসোসিয়েট ডিরেক্টর (বিজনেস ডেভলপমেন্ট) ইরফান হামিদ ও ডেভলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ সারিজ।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট।
তিন লাখ ডলারের প্রাইজমানির এ গলফ টুর্নামেন্টে ২৪টি দেশের ১শ’ ৫৬ জন গলফার অংশ নিচ্ছেন। আসরে মুসাসহ ৩১ গলফার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ইয়া/এসএইচ