ঢাকা: আগামী ১৪-১৬ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম পুরুষ ও ১০ম মহিলা জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্ত: সংস্থা ভারোত্তোলন।
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যামিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামী ৬ জুনের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ক্লাব ও সংস্থাকে নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে ফেডারেশন কার্যালয়ে আবেদনের জন্য বলা হয়েছে।
পুরুষ বিভাগে ৫৬, ৬২, ৬৯, ৭৭, ৮৫, ৯৪, ১০৫ ও ১০৫ কেজি প্লাস ৮টি ওজন শ্রেণি এবং মহিলা বিভাগে ৪৪, ৪৮, ৫৩, ৫৮, ৬৩, ৬৯ ও ৬৯ কেজি প্লাস ৭টি মোট ১৫টি ওজন শ্রেণিতে এবারের প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ মে) বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদের (অব.) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসআর