ঢাকা: বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে শুরু হয়েছে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা।
এদিন, কুর্মিটোলা গলফ ক্লাবে সকাল ৬টা ৪০ মিনিটে ১-নং হোল থেকে থাইল্যান্ডের পম সাকসানসিন, বাংলাদেশের সজিব আলী ও ভারতের অজিতেস সান্ধু টি অফ করেন।
আর ১০-নং হোল থেকে টি অফ করেন থাইল্যান্ডের দানথাই বোমা, বাংলাদেশের দীন মোহাম্মদ ও ভারতের সুজান সিং।
চারদিনব্যাপী এ এশিয়ান ট্যুর ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

এরআগে বুধবার ১৮ হোল শেষ করতে না পারা ৩০ জন খেলোয়াড় তাদের বাকী খেলা শুরু করেন ৬টা ১৫ মিনিটে। তারা তাদের বাকী খেলা শেষ করে দ্বিতীয় রাউন্ড শুরু করবেন।
এদিকে, দুপুর ১২টা ২৫ মিনিটে ১-নং হোল থেকে টি অফ করবেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বুধবার প্রথম দিনের খেলা শেষে এক শট বেশি খেলেন সিদ্দিকুর যৌথ ভাবে আছেন তালিকার ৩৩ নম্বরে।
সিদ্দিকুরের (৩৩) মতো একই পজিশনে আছেন বাংলাদেশের দুই গলফার সজীব আলী ও দিল মোহাম্মদ। আর পারের চেয়ে দুই শট করে বেশি খেলে যৌথভাবে ৪৯তম অবস্থানে রয়েছেন সায়ুম ও নুরজামাল।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
ইয়া/এসআর