ঢাকা: দিনপ্রোকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ইউরোপা লিগের শিরোপা জিতলো সেভিয়া। স্টেডিয়ন নারোদোয়ে কার্লোস বাক্কার জোড়া গোলেই জয় নিশ্চিত করে স্প্যানিশ দলটি।
সেভিয়া সর্বশেষ ২০০৬ ও ২০০৭ সালে টানা দু’বার এ আসরের শিরোপা জিতেছিল। আর ২০১৪ সালে দলটি ফাইনালে বেনফিকার বিপক্ষে ট্রাইবেকারে জয় পেয়েছিল।
ইউক্রেনিয়ার ক্লাব দিনপ্রো প্রথমবারের মত ইউরোপা লিগের ফাইনালে ওঠে। আর এ ম্যাচে দলটি ম্যাচের শুরুতেই লিড নিয়ে শিরোপার স্বপ্নও দেখে। খেলার সাত মিনিটে লিতে নাসচিমেন্তো ম্যাথিয়াসে অ্যাসিস্ট থেকে নিকোলা কালিনিচি প্রথম গোলটি করেন।
তবে ম্যাচের ২৮ মিনিটে বাক্কার সহায়তায় কারচোউইক গোল করলে সমতায় ফেরে সেভিয়া। কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে স্প্যানিশ ক্লাবটির হয়ে ২-১ এ লিড নেন বাক্কা।

এদিকে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট আগে দিনপ্রোর অধিনায়ক রুসলান রোতান অসাধারণ এক ফ্রিকিকে গোল করলে ২-২ সমতা থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় এ আসরের সবচেয়ে বেশি শিরোপা পাওয়া সেভিয়া। এরই সুত্র ধরে খেলার ৭৩ মিনিটে ভিতোলোর অ্যাসিস্ট থেকে বাক্কা নিজের জোড়া গোল পূর্ণ করলে ৩-১ এ লিড নেয় সেভিয়া।
খেলার বাকি সময় দিনপ্রো ম্যাচে ফিরতে আরো কয়েকটি আক্রমণে গেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। আর রেফারি শেষ বাঁশি বাজালে নিজেদের চতুর্থ শিরোপা জয় উদযাপন করে সেভিয়া।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএমএস