ঢাকা: ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৬ শট কম খেলে চমক দেখিয়েছেন বাংলাদেশি গলফার দুলাল হোসেন।
বৃহস্পতিবার (২৮ মে) কুর্মিটোলা গলফ ক্লাবে প্রথম রাউন্ডের অবশিষ্ট ম্যাচ খেলার মাধ্যমে শুরু হয় তার দিন।
দ্বিতীয় রাউন্ডে একটি বগির বিপরীতে ৭টি বার্ডি ও একটি ঈগল মেরে তিনি চলে যান লিডার বোর্ডের উপরের দিকে, চতুর্থ অবস্থানে। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনিই বাংলাদেশি গলফারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন।
খেলা শেষে গণমাধ্যম কর্মীদের দুলাল জানান, ‘প্রথম রাউন্ডে আমার টি অফ দেরিতে হওয়ার ফলে বৃষ্টিজনিত সমস্যায় পড়তে হয়নি। আজ (বৃহস্পতিবার) শুরু থেকেই ভালো খেলার জন্য মুখিয়ে ছিলাম। চেষ্টা করেছি ভালো খেলতে। ’
তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের আরও দুদিন বাকি আছে। ইনশাল্লাহ ভালো করতে পারবো’।
কি মনে হচ্ছে, এভাবে খেলত পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? এ প্রশ্নের জবাবে দুলাল বলেন, ‘অবশ্যই। আশা করছি লক্ষ্যে পৌঁছাতে পারবো’।
দ্বিতীয় রাউন্ডের খেলা এখনও চলছে। তবে এ টুর্নামেন্টে বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান, শাখাওয়াত হোসেন, নূর জামাল ও রবিন মিয়াদের এখনও যথেষ্ট সম্ভবনা রয়েছে ভালো পারফর্ম করার।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৮ মে ২০১৫
ইয়া/এমএমএস/এমজেএফ