বিকেএসপিতে বিশ্বকাপ বাছাইপর্বের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন জার্মান ফুটবলার রিয়াসত খাতন। জন্মসূত্রে জার্মানির নাগরিক হলেও নাড়ির টানে রিয়াসত খেলবেন বাংলাদেশ জাতীয় দলে।
এবারই প্রথম অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও রিয়াসত খাতন আগেই ট্রায়াল দিয়ে গিয়েছিলেন। ২০১৩ সালে ইনজুরির কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি তিনি।
রিয়াসত ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খোলোয়াড় হয়ে ওঠা জামাল ভূঁইয়াও জন্মসূত্রে ভিনদেশি নাগরিক। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এখন দলের মধ্যমাঠের প্রাণভোমরা। জাতীয় দলের পর জামাল ভূঁইয়া বর্তমানে ঘরোয়া ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়েও খেলেন।
জামালের পর এবার লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রিয়াসতের। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখান কোচ ডি ক্রুইফ।
রিয়াসত বর্তমানে খেলেন ফিলিপাইনের প্রিমিয়ার লীগের ক্লাব পাচাঙ্গা দিলিমান এফসিতে। সেখানে লেফট উইঙ্গার পজিশনে খেলেন তিনি।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ জুন কিরগিজিস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমজেএফ