ঢাকা: রিয়াল মাদ্রিদের শিরোপা খরার মৌসুমের কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর মুকুট হারানোর শঙ্কা রয়েছে। পরপর দু’বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ব্যালন ডি’অর জিতলেও পর্তুগিজ তারকা এবার অনেকটাই পিছিয়ে।
বার্সার জার্সি গায়ে ২০০৩-২০১০ সাল পর্যন্ত লা লিগায় ১৬৩ ম্যাচ খেলেন মার্কুয়েজ। ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় থেকে গোল করেন ৯টি। এই মেক্সিকান ফুটবলার বর্তমানে ইতালিয়ান ক্লাব হেলাস ভেরোনার হয়ে খেলছেন।
‘গোল ডট কম’ এ দেওয়া সাক্ষাৎকারে মার্কুয়েজ বলেন, ‘এ মৌসুমে লা লিগার শিরোপা জিততে পারেনি রিয়াল। চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে। তাই দলের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করলেও তা রোনালদোর কাজে আসবে না। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার অ্যাওয়ার্ড ‘পিচিচি’ তার একমাত্র অর্জন। এটি দিয়ে সে বর্ষসেরা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে বলে মনে হয় না। ’
মেক্সিকান তারকা আরও বলেন, ‘আমার মতে, ব্যালন ডি’অর জেতার জন্য অন্যান্যরা রোনালদোর চেয়ে এগিয়ে রয়েছেন। ক্লাবের হয়ে শিরোপাহীন থাকাটাই তাকে পিছিয়ে রাখবে। তবে বলতে দ্বিধা নেই যে, সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ’
অন্যদিকে, পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার পথে বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার সম্মানসূচক এই ট্রফি জেতেন। এ মৌসুমে কাতালানরা ইতোমধ্যেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে।
কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই ট্রেবল জয়ের আনন্দে মাতবে লুইস এনরিকের শিষ্যরা। এতোসব সাফল্যের নেপথ্য কারিগর কিন্তু মেসিই। এ মৌসুমে দলের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলে করেছেন ৫৬ গোল। লা লিগায় ৪৩টি।
বাংলাদেশস সময়: ১৯০০ ঘন্টা, মে ২৮, ২০১৫
আরএম