ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

ফাইনালে ইবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মে ২৮, ২০১৫
ফাইনালে ইবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে নিজ নিজ খেলায় জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ‘গ’ গ্রুপ চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়।



এ খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার টিকিট পেয়ে যায়।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ‘ঘ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। এ খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
 
এদিনও স্বাগতিক দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েল ২টি গোল করে প্রতিযোগীতায় শীর্ষ গোলদাতার স্থান ধরে রেখেছে।

এছাড়া সেমিফাইনালে দুই পরাজিত দলের মধ্যে তৃতীয়স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৯টায়।
শনিবার সকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।