ঢাকা: এ মৌসুম শেষেই ইতালিয়ান ক্লাব নাপোলির কোচের দায়িত্ব ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন রাফায়েল বেনিতেজ। তবে, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কিছুই জানান নি।
ল্যাজিওর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে লড়বে নাপোলি। এ ম্যাচ জিতলেই বেনিতেজের শিষ্যরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে ড্র করলেই ইউরোপ সেরার আসরে জায়গা করে নিবে ল্যাজিও। রোববার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।
বৃহস্পতিবার (২৮ মে) প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোচের পদ ছাড়ার ঘোষণা দেন বেনিতেজ। ‘নাপোলিতে আমার সময় শেষ। তাদের সঙ্গে দু’বছরের চুক্তি ছিল। ল্যাজিওর বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই তার সমাপ্তি ঘটবে। শেষ ম্যাচে জয় দিয়ে ইতি টানতে চাই। এর পরই ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলব। ’
সাবেক লিভারপুল কোচ আরও বলেন, ‘ক্লাব, ক্লাবের প্রেসিডেন্ট ও সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। যেখানে সবার কাছ থেকে সম্মান পেয়েছি সেখান থেকে বিদায় নেওয়াটা সব সময়ই কষ্টদায়ক। ’
স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বেনিতেজই যে রিয়ালের কোচ হচ্ছেন তা ৯৯ ভাগ নিশ্চিত। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি।
উল্লেখ্য, বেনিতেজের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে রিয়ালের ‘বি’ দলের কোচ হিসেবে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে লিভারপুল, ইন্টার মিলান ও চেলসির মতো বিশ্বসেরা ক্লাবের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, মে ২৮, ২০১৫
আরএম