ঢাকা: চলমান 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছেন সিঙ্গাপুরের গলফার মারদান মামাত। বৃহস্পতিবার (২৮ মে) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন এই গলফার।
গতকালের মতো আজও বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। ফলে ৫ জন গলফার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ করতে পারেন নি। শুক্রবার তারা তাদের বাকী হোলের খেলা শেষ করে 'কাট মিস' না করলে তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবেন।

সিঙ্গাপুরের মামাত এ গলফ কোর্সে দুই রাউন্ডেই দুর্দান্ত খেলছেন। বৃহস্পতিবার ছয়টি বার্ডির বিপরীতে দুটি বগি করেন। ফলে দ্বিতীয় রাউন্ড শেষে পারের খেলায় ৯ শট কম খেলেছেন। আর দ্বিতীয় অবস্থানে আছেন স্পেনের কার্লোস পিজেম। দুই রাউন্ডে তিনি পারের চেয়ে মোট ৮ শট কম খেলে মামাতের পরেই অবস্থান করছেন।
আর সাত শট কম খেলে যৌথভাবে তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের পানুফল পিতায়ারাত ও ফিনল্যান্ডের জেন ক্যাসকে।

ওদিকে দেশসেরা গলফার সিদ্দিকুর বৃহস্পতিবারও পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। ফলে প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১+১ = ২ শট বেশি খেলে লিডার বোর্ডের ৪২ নম্বরে অবস্থান করছেন তিনি। আজ দ্বিতীয় রাউন্ডে দুটি বার্ডির বিপরীতে তিনটি বগি মেরে পিছিয়ে যান সিদ্দিকুর।
তবে চমক দেখিয়ে লিডার বোর্ডের পাঁচ নম্বরে দুলাল হোসেন। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড শেষে একটি বগির বিপরীতে ৭টি বার্ডি ও একটি ঈগল (ডাবল বার্ডি) মারেন তিনি। দুই রাউন্ড মিলিয়ে তিনি পারের চেয়ে ৬ শট কম খেলেছেন, এটি তার ব্যাক্তিগত সর্বোচ্চ রেকর্ড। দুলালই বাংলাদেশি গলফারদের মধ্যে লিডার বোর্ডে সবার শীর্ষে অবস্থান করছেন।
দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশি ৩১ গলফারের মধ্যে ৬ জন কাট মিস করেননি। তারা হলেন: দুলাল হোসেন, সিদ্দিকুর রহমান, মো: সজীব আলী, নূর জামাল, দিল মোহাম্মদ ও শাখাওয়াত সোহেল।

ম্যাচ শেষে সিদ্দিকুর গণমাধ্যম কর্মীদের বলেন, 'এখনও নিজের সেরাটা দিতে পারিনি। এই গলফ কোর্স আমার চিরচেনা। কিন্তু ম্যাচে তার পূর্ণ প্রতিফলন হয়নি। এখনও হাতে আছে দুই দিন। এই কোর্সেই আমি একাধিকবার পিছিয়ে পড়ে শিরোপার স্বাদ পেয়েছি। তাই বাকী দুই রাউন্ডে ভালো করার পূর্ণ বিশ্বাস আছে। '
তিনি আরও বলেন, 'আসলে এ ধরণের আবাহওয়ায় বাংলাদেশি কোন গলফারই খেলে অভ্যস্ত নন। তাই প্রথম দুই দিন তারা খারারই খেলেছে। '
এখন দেখার বিষয় টুর্নামেন্টের বাকী দুই রাউন্ডে বাংলাদেশি গলফাররা জ্বলে উঠতে পারেন কিনা। কারণ এ গলফ কোর্সে অনেকবারই শেষ সময়ে জ্বলে উঠেছিলেন সিদ্দিকুর-দুলালরা।
বাংলাদেশ সময় : ২১২৭ ঘণ্টা, ২৮ মে ২০১৫
ইয়া/আরএম