ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

থাইল্যান্ডে উষ্ণ অভ্যর্থনা পেল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, মে ২৯, ২০১৫
থাইল্যান্ডে উষ্ণ অভ্যর্থনা পেল চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের সফল মৌসুম শেষে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে চেলসি। ব্যাংককের ডন মুয়াঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে নামা মাত্রই থাই কর্তৃপক্ষ হোসে মরিনহো-জন টেরিদের ঐতিহ্যবাহী কায়দায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।



বৃহস্পতিবার (২৮ মে) থাইল্যান্ডে পৌঁছায় ইংলিশ চ্যাম্পিয়নরা। শনিবার থাইল্যান্ড অল স্টারসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চেলসি। এরপর অস্ট্রেলিয়ায় উড়াল দেবে হ্যাজার্ড-কস্তারা। সেখানে মঙ্গলবার এএনজি স্টেডিয়ামে সিডনি এফসির বিপক্ষে মাঠে নামবে মরিনহোর শিষ্যরা।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মরিনহো বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আরো ভালো করা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে চূড়ান্ত সাফল্য পাওয়ার দিকেই দৃষ্টি রাখছি। ’ এ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে শেষ ষোলো বা নকআউট পর্ব থেকেই বিদায় নেয় ব্লুজরা।

পর্তুগিজ কোচ আরও বলেন, ‘আগামী মৌসুম শেষেও ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চাই। তবে, প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়াটা মোটেই সহজসাধ্য নয়। আমরা ছাড়াও আরো কয়েকটি শক্তিশালী ক্লাব আছে। সবাই শিরোপা জিততে চায়। তাই চ্যালেঞ্জটাও আরো বেড়ে যায়। বর্তমানে আমরাই সবার চেয়ে এগিয়ে আছি। কিন্তু, এ মৌসুমের মতো আগামীতেও যে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করবো তা বলা যাচ্ছেনা। ’

গ্রীষ্মকালীন দলবদলের বাজার নিয়েও কথা বলেন মরিনহো। ‘বর্তমান স্কোয়াড নিয়েই আমি সন্তুষ্ট। দুই-তিনজন নতুন খেলোয়াড় আসবে এটা তো স্বাভাবিক। তবে, কাউকে হাতছাড়া করতে চাই না। গত মৌসুমে কয়েকজনকে বিক্রি করলেও এবার সেরকম কোনো পরিকল্পনা নেই। আর কেনই বা করব। দিয়েগো কস্তার মতো ভালো স্ট্রাইকার, মাটিচের মতো মিডফিল্ডার বা ইভানোভিচের মতো রাইট ব্যাক কি খুঁজে পাব?’

বাংলাদেশ সময়: ০০২০ ঘন্টা, মে ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।