ঢাকা: কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (২৯ মে) শুরু হয়েছে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা। সকাল ৮ টায় ১০-নং হোল থেকে টি অফ করেন জাপানের আকিনরি তানি, অষ্ট্রেলিয়ার জস ইয়ংঙ্গার ও ভারতের এম ধর্মা।
আর ১-নং হোল থেকে একই সময় টি অফ করেন যুক্তরাজ্যের সাইমন গ্রিফিটস, কানাডার লিনডসে রেনল্ডস ও কোরিয়ার জুয়ান কিম।
চারদিন ব্যাপী এ এশিয়ান ট্যুর ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

১০-নং হোল থেকে ৮.৩০ মিনিটে টি অফ করেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। আর বাংলাদেশি গলফারদের মধ্যে শীর্ষে থাকা দুলাল হোসেন ১-নং হোল থেকে ৯.৩০ মিনিটে টি অফ করেন।
ওদিকে, দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছেন সিঙ্গাপুরের গলফার মারদান মামাত। আর চমক দেখিয়ে লিডার বোর্ডের ৫ নম্বরে আছে বাংলাদেশি গলফার দুলাল হোসেন। আর সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলে লিডার বোর্ডের ৪২ নম্বরে আছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশি ৩১ গলফারের মধ্যে ৬ জন কাট মিস করেননি। তারা হলেন: দুলাল হোসেন, সিদ্দিকুর রহমান, মো: সজীব আলী, নূর জামাল, দিল মোহাম্মদ ও শাখাওয়াত সোহেল। শুক্রবার তৃতীয় রাউন্ডে এই ৬ বাংলাদেশি গলফার ৩ লক্ষ ডলার প্রাইজমানির জন্য লড়বে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৫
ইয়া/আরএম