ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

তেভেজকে হুমকি মানছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, মে ২৯, ২০১৫
তেভেজকে হুমকি মানছেন মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: এক সপ্তাহ পরেই ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে নামবে বার্সেলোনা ও জুভেন্টাস। এ ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই।

কাগজে-কলমে ফুটবল বিশ্লেষকরা বার্সাকেই এগিয়ে রাখছেন। তবে, কাতালানদের মধ্যমণি লিওনেল মেসি রীতিমত ভীতসন্ত্রস্ত।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাস হুমকি হয়ে দাঁড়াবে বলে বার্সাকে সতর্ক করে দিয়েছেন মেসি। বিশেষ করে ছন্দে থাকা কার্লোস তেভেজ ঘিরেই তার যত ভীতি।

স্পোর্ট প্রিমিয়ামকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জুভেন্টাস ফিজিক্যালি খুবই শক্তিশালী। তাদের দলে সেরা ম‍ানের কয়েকজন খেলোয়াড় রয়েছে। তেভেজ ওদের মূল শক্তি। তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘এটা ফাইনাল। যেকোনো কিছুই ঘটতে পারে। ওই ম্যাচের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুত হচ্ছি। বল পজিশনসহ আক্রমণাত্মক কৌশলই পার্থক্য গড়ে দিবে। বিন্দুমাত্র ভুল হলেই বিপদ ঘটবে। পুরো ম্যাচেই নিখুঁত ফুটবল খেলতে হবে। ’

বার্সার হয়ে মেসির সামনে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার হাতছানি। এর মধ্য দিয়ে এবারের ব্যালনি ডি’অর পাওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে যাবেন। অন্যদিকে, এক যুগ পর ফাইনালে উঠে জুভিরা শিরোপা ঘরে তুলতে মরিয়া।

উল্লেখ্য, ০৬ জুন (শনিবার) বার্লিনের অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে শনিবার (৩০ মে) রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে জয়ের মিশনে নামবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘন্টা, মে ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।