ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (২৯ মে) সকালে শুরু হয়েছে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা।
সকালেই মাঠে হাজির হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সাবেক এ রাষ্ট্রপতি কুর্মিটোলা গলফ ক্লাবের বসুন্ধরা হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেন। এ সময় তিনি বাংলানিউজকে বলেন, 'খেলা দেখতেই এখানে এসেছি। বাংলাদেশের গলফ এগিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। '

তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, এ ধরনের আন্তর্জাতিকমানের গলফ টুর্নামেন্ট আয়োজনের জন্য। '
পরে তিনি গলফ কোর্সে আসেন এবং কয়েকজন গলফারের টি-অফ দেখেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান ও উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির প্রধান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার ।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ইয়া/আরএম/এবি
** তৃতীয় রাউন্ডের খেলা শুরু