ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

গলফ টুর্নামেন্টে বসুন্ধরাকে ধন্যবাদ এরশাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, মে ২৯, ২০১৫
গলফ টুর্নামেন্টে বসুন্ধরাকে ধন্যবাদ এরশাদের ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (২৯ মে) সকালে শুরু হয়েছে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা।

সকালেই মাঠে হাজির হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গলফের প্রতি তার ভালোবাসার কথা সবার জানা। তাই, দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের মতো আন্তর্জাতিক আসরের খেলা দেখতে মাঠে চলে এসেছেন তিনি।

সাবেক এ রাষ্ট্রপতি কুর্মিটোলা গলফ ক্লাবের বসুন্ধরা হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেন। এ সময় তিনি বাংলানিউজকে বলেন, 'খেলা দেখতেই এখানে এসেছি। বাংলাদেশের গলফ এগিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। '

তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, এ ধরনের আন্তর্জাতিকমানের গলফ টুর্নামেন্ট আয়োজনের জন্য। ' 

পরে তিনি গলফ কোর্সে আসেন এবং কয়েকজন গলফারের টি-অফ দেখেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান ও উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির প্রধান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার ।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ইয়া/আরএম/এবি

** তৃতীয় রাউন্ডের খেলা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।