ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

কপিলের দলে অধিনায়ক সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, মে ২৯, ২০১৫
কপিলের দলে অধিনায়ক সিদ্দিকুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের চলতি আসরে খেলছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। খেলা চলাকালীন সময়ে তিনি একটি সুসংবাদ পেয়েছেন।

ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা পাইয়ে দেওয়া সাবেক তারকা কপিল দেবের দলের অধিনায়ক হচ্ছেন সিদ্দিকুর।

কপিল দেব কোনো ক্রিকেট টিম বানিয়ে বসেন নি। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও কাবাডির পর ভারতে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে গলফ লিগ। ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের একটি দল কিনতে চলেছেন কপিল। আর সে দলের অধিনায়ক করতে চাচ্ছেন বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুরকে।

লুইস ফিলিপ কাপ নামের এই টুর্নামেন্টের জন্য নিজের দলও প্রায় চূড়ান্ত করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল। তার দলের নাম দিয়েছেন ‘ইলোরা পুনে’। যার অধিনায়ক হচ্ছেন সিদ্দিকুর।

সিদ্দিকুরের সঙ্গে কপিল দেবের দলে খেলবেন ভারতের ওম প্রকাশ চৌহান। যিনি পিজিটিআই ফাইনাল রোলেক্স ৠাংকিংয়ের তিন নম্বর স্থান পেয়েছেন ২০১৪ সালে। এছাড়া সিদ্দিকুকের সঙ্গে থাকছেন ২০১৪ সালের মেঘালয় ওপেন চ্যাম্পিয়ন সঞ্জয় কুমার।

আগামী মাসের ১১ থেকে ১৩ জুন ব্যাঙ্গালরের কর্নাটক গফল অ্যাসোসিয়েশনে লিগটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।