ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

বাজে খেলেও পার পাচ্ছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, মে ২৯, ২০১৫
বাজে খেলেও পার পাচ্ছেন ডি মারিয়া অ্যাঞ্জেল ডি মারিয়া

ঢাকা: ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রিমিয়ার লিগে সর্বশেষ গোলের দেখা পেয়েছেন গত বছরের অক্টোবরে।

হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও আর্জেন্টাইন তারকাকে ম্যানইউ হাতছাড়া করবে না বলে মত দিয়েছেন পল স্কোলস।

রিয়াল মাদ্রিদের অপরিহার্য খেলোয়াড় ছিলেন। গ্যালাকটিকোদের জার্সি গায়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হন ম্যাচ সেরা। অথচ ইংলিশ লিগে এসেই ছন্দপতন। ফর্মহীনতা আর ইনজুরি সমস্যায় রীতিমত হতাশাজনক সময় পার করছেন ডি মারিয়া।

এ মৌসুমে রেড ডেভিলসদের হয়ে ৩২ ম্যাচে সর্বকাকুল্যে মাত্র ৪টি গোল করেছেন। অবশ্য নিজের প্রথম ১০ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি। ওই পর্যন্তই। এর পরেই খেই হারিয়ে ফেলেন ২৭ বছর বয়সী এই উইঙ্গার।

ম্যানইউর কিংবদন্তি ইংলিশ মিডফিল্ডার স্কোলস বলেন, ‘ভালো শুরু করেও ডি মারিয়া তা ধরে রাখতে পারেনি। তবে, এখনো তার সেরাটা দেওয়া বাকি। আমার মনে হয় না ক্লাব তাকে ছাড়বে। সে বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন। ’ ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কোলস ‍এসব কথাই বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘এক মৌসুম পর আমরা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হয়েছি। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ডি মারিয়া কতটা বিপদজনক হতে পারে তা গত মৌসুমেই সবাই দেখেছে। আশা করছি, আগামী মৌসুমে তার সেরা ফর্মটাই দেখব। ’

এদিকে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ডি মারিয়াকে দলে ভেড়ানোর জন্য বেশ তোড়জোড় চালাচ্ছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, মে ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।