ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ছেড়ে কথা বলবে না বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ২৯, ২০১৫
ছেড়ে কথা বলবে না বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার (৩০ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

২ জুন আফগানিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে লড়বে লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচের আগে শুক্রবার (২৯ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ অসুস্থ থাকার কারণে সংবাদ সম্মেলনে না এলে বাংলাদেশ দলের পক্ষে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, সহকারী কোচ সাইফুল বারী টিটু, টিম লিডার ইকবাল খান ও অধিনায়ক মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ণ শক্তির সিঙ্গাপুরের বিপক্ষে কিছুটা দুর্বল হলেও স্বাগতিকরা ছেড়ে কথা বলবে না, এমনটি জানান দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু। নিজের দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বলেও জানান তিনি। টিটু বলেন, এটি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচ। তাজিকিস্তান ও কিরগিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে তাই ভালো সুযোগ থাকছে দলকে ঝালিয়ে নেওয়ার। সিঙ্গাপুর দলটিকে নিয়ে আমরা কাজ করেছি। তাদের ম্যাচের ভিডিও ফুটেজ দেখেছি আমরা।

বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, বিশ্বকাপের বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ায় আমরা বাফুফেকে ধন্যবাদ জানাই। এ ম্যাচ দুটি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে খেলতে সাহায্য করবে। র‌্যাংকিং হিসেবে সিঙ্গাপুর বেশ ভালো দল। তাদের হারাতে পারলে আমাদেরও ৠাংকিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের অধিনায়ক মোহাম্মদ শাহরিল বিন ইসাক। তিনিও জানালেন প্রীতি ম্যাচ হলেও বেশ গুরুত্ব দিয়েই খেলবে তার দল। তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছে, এটা আমাদের জন্য সম্মানের। এখানের আবহাওয়া বেশ গরম হলেও আমরা মানিয়ে নিয়ে একটি আক্রমণাত্মক খেলা উপহার দিতে চাই।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।