ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

খুলনায় সরকারি কর্মকর্তাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ২৯, ২০১৫
খুলনায় সরকারি কর্মকর্তাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিভাগের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এ প্রতিযোগিতার আয়োজন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিজনরা সমাজের অগ্রগামী অংশ। এ ধরনের প্রতিযোগিতা বিনোদনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।

তিনি আরও বলেন, সরকার সুশৃঙ্খল ও সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এর সুফল আমরা পাচ্ছি।

এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে ১০ জেলার জেলা প্রশাসকসহ সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলা এবং বিভাগসহ ১১টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।