ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

আবারো ফিফা সভাপতি ব্লাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, মে ৩০, ২০১৫
আবারো ফিফা সভাপতি ব্লাটার সেপ ব্লাটার

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার সভাপতি হিসেবে আবারো জয়ী হয়েছেন সেপ ব্লাটার। পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে ব্লাটার জর্দানের প্রিন্স আলি বিন আল হুসেইনকে হারিয়েছেন।



জুরিখে অনুষ্ঠিত ফিফার ৬৫তম কংগ্রেসে ২০৯টি ভোটের মধ্যে ব্লাটার পান ১৩৩টি ভোট। ব্লাটারকে চ্যালেঞ্জ জানানো আল হুসেইন পেয়েছেন ৭৩টি ভোট। বাকি তিনটি ভোট বাতিল বলে গন্য হয়।

ফিফার সভাপতি হওয়ার জন্য প্রথম দফা ভোটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। সেটি না হওয়ায় দ্বিতীয় দফা ভোটের প্রয়োজন পড়ে। কিন্তু, দ্বিতীয় দফা ভোটের কোনো সুযোগ না নিয়ে আল হুসেইন নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে, পুনরায় ফিফার সভাপতি পদে বহাল থাকছেন ব্লাটার।

নির্বাচনে জয় লাভের পর ব্লাটার বলেন, আপনারা আমাকে জানেন, নতুন করে আমার পরিচয় আর দিতে চাই না। সবাইকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। আগামীকাল থেকে ফিফার নতুন মিশন শুরু করতে আমি প্রস্তুত।

১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। তার একক ক্ষমতায় প্রায় ১৭ বছর ধরে সভাপতির পদটি ধরে রেখেছেন ব্লাটার।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।