ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

শুরু হলো শেষ রাউন্ডের খেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, মে ৩০, ২০১৫
শুরু হলো শেষ রাউন্ডের খেলা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলা।

শনিবার (৩০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ১০ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের মানাফ জাইনি, তাইওয়ানের লি ছি পো, থাইল্যান্ডের মানওয়াথ মুনলি।

একই সময়ে ১ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের এম ধর্মা, কোরিয়ার জোয়ান কিম ও ইংল্যান্ডের সাইমন গ্রিফিত।

গতকাল শুক্রবার (২৯ মে) তৃতীয় দিনের খেলা শেষে শীর্ষস্থান ধরে রেখেছেন সিঙ্গাপুরের মার্দান মামাত। তারপরেই লিডার বোর্ডের ২ স্থানে আছেন ভারতের কল্যাণ যোশী। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার ছোমিন লি।

এদিকে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। তিনি সম্মিলিতভাবে লিডার বোর্ডের ৬৪তম স্থানে রয়েছেন।

তবে এখনও শিরোপার স্বপ্নের সলিল সমাধি হয়নি বাংলাদেশের। কারণ বাংলাদেশি গলফার দুলাল রয়েছেন তৃতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের ৭ম স্থানে। তিনি পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। দুটি ডবল বগি ও দুটি বগির বিপরীতে ৫টি বার্ডি করে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি।

অপর ৪ বাংলাদেশি গলফারদের মধ্যে লিডার বোর্ডে শাখওয়াত সোহেল সম্মিলিতভাবে ২৫তম, দিল মোহাম্মদ (অপেশাদার) সম্মিলিতভাবে ৪৮তম, নূর জামাল সম্মিলিতভাবে ৫৪তম আর সজিব আলী সম্মিলিতভাবে ৬৪তম অবস্থানে আছেন।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চার দিনের এই টুর্নামেন্ট শেষ হবে শনিবার। বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।

বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ছাড়াও গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, এশিয়ান ট্যুরের অ্যাসোসিয়েট ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ইরফান হামিদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, মেজর জেনারেল মাসুদ রাজ্জাকসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি দেবেন সেনাবাহিনী প্রধান। প্রাইজমানির চেক তুলে দেবেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ইয়া/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।