ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

কাভানির দলে মেসি, নেইমার, পিরলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, মে ৩০, ২০১৫
কাভানির দলে মেসি, নেইমার, পিরলো ছবি : সংগৃহীত

ঢাকা: গোল করার পর 'অদ্ভূত' উদযাপন করে লাল কার্ড দেখা ফুটবলার কে হতে পারেন? এমন প্রশ্নের উত্তরে ফুটবলের খোঁজ রাখেন যারা তারা বলবেন- এডিনসন কাভানি। লিগ ওয়ানের ম্যাচগুলোতে প্রতিপক্ষের আতঙ্কের নাম কাভানি।

কিন্তু তার সঙ্গে যদি লিওনেল মেসি আর নেইমার যোগ দেন, প্রতিপক্ষের অবস্থা কেমন হতে পারে?

উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানিকে যদি বিশ্বের বর্তমান ফুটবলারদের থেকে পাঁচজনকে বেছে নিতে বলা হয়, নিজের সঙ্গে তার দলে রাখবেন বার্সেলোনার ‘দানব’ খ্যাত নেইমার আর মেসিকে।

সাবেক ক্লাব নাপোলির হয়ে ১৩৮ ম্যাচে ১০৪ গোল করা কাভানি বলেন, আমাকে যদি এরকম কোনো প্রস্তাব দেওয়া হয় আমি অবশ্যই আমার দলের আক্রমণভাগে মেসি এবং নেইমারকে রাখব। বার্সার এ দুই তারকার পেছনে জুভেন্টাসের তারকা ইতালির জর্জিও চিয়েলিন্নিকে খেলাবো। আর আমার মিডফিল্ডে থাকবে আরেক জুভি তারকা আন্দ্রে পিরলো।

উরুগুয়ের হয়ে ৭১ ম্যাচ খেলা কাভানি আরও যোগ করেন, বার্সার মেসি আর নেইমারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করার উপায় নেই। বিশ্বসেরা এ দুই স্ট্রাইকারকে মাঝমাঠ থেকে বলের যোগান দিতে পিরলোর মতো বিশ্বসেরা মিডফিল্ডার দরকার। আর চিয়েল্লিনিকে ডিফেন্সেও দারুণ ভাবে খেলানো সম্ভব। এরকম একটি দল গড়তে পারলে অবশ্যই প্রতিপক্ষের বিপক্ষে বেশি গোল করা যাবে।

এ মৌসুমে কাভানি শুধু লিগ ওয়ানের আসরেই না, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরও মাতিয়েছেন। প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে ৯৫ ম্যাচ খেলা কাভানি মেসি প্রসঙ্গে বলেন, আমি আমার দলে মেসিকে নেবো কারণ, সে যেভাবে ফুটবল খেলে তা অন্য কোনো খেলোয়াড়ের মাঝে দেখা যায় না। অন্তত আমার ফুটবল ক্যারিয়ারে মেসির থেকে ভাল ফুটবলার দেখিনি। কে না চায় তার সঙ্গে খেলতে। আমার চোখে মেসি বিশ্বসেরা একজন স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।