ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বসুন্ধরা বাংলাদেশ ওপেন

শিরোপা সিঙ্গাপুরের মার্দান মামাতের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, মে ৩০, ২০১৫
শিরোপা সিঙ্গাপুরের মার্দান মামাতের ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সিঙ্গাপুরের গলফার মার্দান মামাত।

টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই লিডার বোর্ডের শীর্ষ স্থান ছিল মার্দান মামাতের দখলে।



কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টের শেষদিনে শনিবার (৩০ মে) পারের চেয়ে ১৪ শট কমে খেলে শিরোপা জিতে নেন সিঙ্গাপুরের এ গলফার।

টুর্নামেন্টে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার সুমিন লি ও ভারতের খালিন জোসী। চতুর্থ রাউন্ডের খেলা শেষে দুই জনই পারের চেয়ে ১২ শট কম খেলেছেন। চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের কার্লোস পিজেম। তিনি পারের চেয়ে ১১ শট কম খেলেছেন।

এদিকে, গত তিন রাউন্ডের তুলনায় শেষদিনে চতুর্থ রাউন্ড বেশ কঠিন ছিল শিরোপাজয়ী মামাতের জন্য। এদিন একটি বগির বিপরীতে তিনটি বার্ডি করেন মামাত। এরপরও আগের তিন রাউন্ডের ফলাফলের কারণে তিনিই এগিয়ে ছিলেন।

এ আসরে বাংলাদেশি গলফারদের মধ্যে সেরা দশে নেই কেউ। দেশি গলফারদের মধ্যে সম্মিলিতভাবে ১৯তম হয়েছেন শাখওয়াত হোসেন সোহেল। এরপর রয়েছেন  সম্মিলিতভাবে ৩৮তম বাংলাদেশের তিন গলফার দিল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান ও দুলাল হোসেন।

আর যৌথভাবে ৬৩তম হয়েছেন সজীব আলি। সর্বশেষ ৬৮তম হয়েছেন অপর দেশি গলফার নূর জামাল।      

বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ‘বসুন্ধরা-বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মার্দান মামাতের হাতে ৫৪ হাজার মার্কিন ডলার প্রাইজমানির চেক তুলে দেন।

পরে মামাতের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

এছাড়া এশিয়ান ট্যুরের অ্যাসোসিয়েট ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ইরফান হামিদ, বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ গলফ ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর রহমান খান ও জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মাসুদ রাজ্জাকসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রি. জে. আবুল ফজল সানাউল্লাহ।  

এদিকে, টুর্নামেন্টে সেরা বাংলাদেশি অপেশাদার গলফারের পুরস্কার জিতেছেন দিল মোহাম্মদ (৩৮তম) এবং সেরা বাংলাদেশি প্রফেশনাল গলফারের পুরস্কার জিতেছেন শাখওয়াত হোসেন সোহেল (১৯তম)।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং এশিয়ান ট্যুরের অনুমোদনে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের পেশাদার গলফ টুর্নামেন্ট 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫'।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ইয়া/এসআর

** শুরু হলো শেষ রাউন্ডের খেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।